কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশী পিস্তুল, গুলি ও ম্যাগজিনসহ সোহেল রানা (৩৫) নামে এক সন্ত্রাসী পুলিশের অভিযানে আটক হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকার পদ্মার চর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, পদ্মা নদীর চরে অবৈধভাবে বালি উত্তোলনকারীদের কাছ থেকে চাঁদা আদায় করার জন্য সন্ত্রাসীদের সশস্ত্র অবস্থানের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশের টহল টিম ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে সন্ত্রাসী সোহেল রানাকে একটি বিদেশী পিস্তুল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আটক করে পুলিশ।আটক সন্ত্রাসী পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাঘা উপজেলার লক্ষীপুর গ্রামের কাজল শেখের ছেলে। তার বিরুদ্ধে বাঘা ও দৌলতপুর থানায় সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ ও মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন