শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাঙ্গুনিয়ায় ভাইস চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই

চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) থেকে নুরুল আবছার চেীধুরী | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের নৌকা মনোনীত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ খলিলুর রহমান চৌধুরী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি মনোয়ারা বেগম একক প্রার্থী হওয়ায় তিনিও বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী লড়ছেন। তারা হলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (প্রতিক তালা), বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইসলামী ফ্রন্টের নেতা মো. আকতার হোসেন (প্রতিক মোমবাতি), মো. ফজলুল ইসলাম সেলিম (প্রতিক উড়োজাহাজ)। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিল ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিল। তাদের মধ্যে যাচাই-বাচাই শেষে ভাইস চেয়ারম্যান পদে মো. শাহাদাত হোসেন তালুকদার ও মো. ফজলুল ইসলাম সেলিমের মনোনয়ন বাতিল করেন জেলা রিটানিং কর্মকর্তা। তবে দু’জনেই আপিল করলে শুনানিতে মো. শাহাদাত হোসেন আপিল খারিজ ও মো. ফজলুল ইসলাম সেলিমের মনোয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসন মো. ইলিয়াছ হোসেন। শেষে ২৭ ফেব্রæয়ারী বিকাল ৫টায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেন দিলু আকতার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন