ঢাকা সফরে এসেছেন সউদী আরবের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি বুধবার রাতে বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সউদী পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এবং সউদী ফান্ড ফর ডেভেলপমেন্টসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উচ্চপর্যায়ের কর্মকর্তারা ছাড়াও সউদী আরবের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি কোম্পানির প্রতিনিধিসহ প্রায় ৩৫ সদস্য এ সফরে অন্তর্ভুক্ত রয়েছেন।
এদিকে সউদী প্রতিনিধিদলের এবারের সফরে ১৫ থেকে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রতিশ্রুতি আশা করছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আজ এক বৈঠকে ২টি চুক্তি ও ৪টি সমঝোতা স্বাক্ষর হতে পারে।
বিকেল ৫টায় প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রতিনিধিদলটির। রাত ১০টায় সউদী আরবের উদ্দেশে রওনা দেবে প্রতিনিধিদল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন