শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

জমির মালিকানা দাবি করে ১২শ’ কলাগাছ কর্তন

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা
ফরিদপুরের সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বর্গাচাষি কুদ্দুস প্রামানিকের লাগানো ১২শ’ ধরন্ত কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। কুদ্দুস প্রামানিকের স্ত্রী জাহানারা বেগম জানান, তার স্বামী কুদ্দুস প্রামানিক একই গ্রামের রুহুল আমিনের নিকট থেকে ১৪০ শতাংশ জমি বার্ষিক চুক্তিতে লিজ নিয়ে ফসল উৎপাদন করে আসছিলেন। অন্যান্য ফসল ভালো না হওয়ায় তিনি ওই জমিতে গত বছর থেকে কলার বাগান তৈরি করেন। তিনি জানান, স্থানীয় প্রভাবশালী প্রয়াত উপজেলা চেয়ারম্যান ইমরান হোসেন চৌধুরীর স্ত্রী হাসিনা ইমরান সম্প্রতি ওই জমির মালিকানা দাবি করেন এবং গত শুক্রবার সোহেল বিশ্বাস ও মিন্টু বিশ্বাসের নেতৃত্বে লেবার লাগিয়ে ১২শ’ ধরন্ত কলাগাছ কেটে ফেলেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন বলেও জানান তিনি। এ প্রসঙ্গে হাসিনা ইমরান বলেন, আমার জমি থেকে আমি কলাগাছ কেটে ফেলেছি ধান রোপণ করার জন্য। জমিটির লিজ প্রদানকারী রুহুল আমীন বলেন, আমি জমিটি প্রয়াত ইমরান হোসেন চৌধুরীর পরিবারের সদস্যের নিকট থেকে ক্রয় করে ভোগদখল ও কয়েকবছর ধরে বর্গাচাষি রুহুল আমীনের নিকট লিজ দিয়েছিলাম। কিছুদিন ধরে হাসিনা ইমরান জমিটি তার বলে দাবি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন