সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরের বড় বড় ব্যবসায়ীরা এবার মুনাফা লুটতে নতুন কৌশল নিয়েছে। রমজানে দাম বৃদ্ধির সমালোচনা থেকে বাঁচতে আগেভাগেই কারসাজির আশ্রয় নিয়েছে। ফলে দামের আঁচে অস্থির হয়ে উঠেছে ডালের বাজার। এখানে সব ধরনের ডাল রমজান আসার আগেই প্রতিকেজিতে দাম বেড়েছে ১০ টাকা থেকে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত। ফলে গরিবের ডাল-ভাত খাওয়ার প্রবাদ এখন বিস্তৃত হতে চলেছে। উর্ধ্বমুখী দামের উত্তাপে ডাল এখন ধনীদের খাবারের মর্যাদা পেয়েছে। প্রায় দুই মাস থেকে সৈয়দপুরে ডালের বাজার অস্থিরতা দেখা দিয়েছে। কোন কারণ ছাড়াই প্রতিটি ডাল জাতীয় খাদ্য দাম বাড়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। শহরের পাইকারী ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ডালের সরবরাহে কোন সংকট নেই। পর্যাপ্ত মজুদের পরেও প্রতিকেজি মসুর ডাল ১১০ টাকার স্থলে ১৩৬ টাকা, বিদেশি সরু মসুর ডাল ১১৫ টাকার স্থলে ১৪৫ টাকা, বুট ডাল ৭২ টাকার স্থলে ৯৩ টাকা, খেসারি ডাল ৪৮ টাকার স্থলে ৭০ টাকা এবং গোটা বুট ৬০ টাকার স্থলে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ডালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ডালের বিক্রিও অনেকটা কমেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন