শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ মনোনীত বনাম বিদ্রোহী প্রার্থীরা

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

সাদিক মামুন, কুমিল্লা থেকে

কুমিল্লায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রচারণায় সরগরম নদী বেষ্টিত উপজেলা মেঘনার আট ইউনিয়ন। নিজ প্রার্থীদের জয়ের জন্য দলের তৃণমূলদের নিরলস শ্রম চলছে উঠোন বৈঠক, পথসভা ও গণসংযোগে। বিশেষ করে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও একই দলের বিদ্রোহী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। তবে আট ইউনিয়নে বিএনপি ও অন্য দলের চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা অনেকটা ঝিমিয়ে পড়েছে। জমজমাট প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে কুমিল্লার মেঘনা উপজেলার আট ইউনিয়ন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি ওয়ার্ড। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে প্রচারণা আর কৌশল নিয়ে প্রার্থীদের ব্যস্ততাও বেড়েছে কয়েকগুণ। পাশাপাশি ভোটারদের সঙ্গে কুশলবিনিময়, দোয়া আর ভোট চাওয়ার মধ্যদিয়ে প্রচারণার শেষ মুহূর্তগুলো সঠিকভাবে কাজে লাগাতে ভুল করছেন না কেউই। সকাল থেকে মধ্যরাত অবধি প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচার-প্রচারণায় মধুফলের বাতাসে বইছে নির্বাচনী গন্ধ। আর সেই গন্ধে চায়ের কাপে ঝড় তুলে মাতোয়ারা ভোটাররা। রাস্তার মোড়ে মোড়ে ও চায়ের দোকানগুলোতে জমে উঠেছে প্রার্থীদের নিয়ে চেঁচামেচি আড্ডা। অন্যদিকে প্রার্থীরা ছুটছেন হাটবাজার হয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে। প্রার্থীরা যে যার মতো কৌশল অবলম্বন করে প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে গণসংযোগ, উঠোন বৈঠক আর পথসভায় ভোটারদের আকৃষ্ট করছেন। গতকাল মঙ্গলবার মেঘনার বড়কান্দা ইউনিয়ন ঘুরে দেখা গেছে, আ’লীগ সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মাজহারুল হক ব্যাপক গণসংযোগ করছেন। তার ইউনিয়নে বড়কান্দা, আমিরাবাদ, ঋষিপাড়া, কান্দারপাড়া গ্রামে গণসংযোগের সময় তার সঙ্গে ছিলেন উপজেলা আ’লীগ নেতা মোঃ স্বপন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা আঃ রশিদ প্রধান, আ’লীগ নেতা আব্দুল গাফ্ফার, জহিরুল ইসলাম, সাব মিয়া, আঃ রব। অপরদিকে রাধানগর ইউনিয়নে স্বতন্ত্র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মোঃ মজিবুর রহমান মজিবও একই দিন তার ইউনিয়নের রাধানগর, মুগারচর, তালতলি, রতনপুর, লক্ষণখোলা গ্রামে গণসংযোগ করেন। তার সঙ্গে ছিলেন সাবেক মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান হালিমা আক্তার, সুমন ভূঁইয়া, আক্তার হোসেন, মনির হোসেনসহ গ্রামের গণমান্য ব্যক্তিরা। অন্য ইউনিয়নগুলোতেও চেয়ারম্যান, মেম্বার প্রার্থীরা নির্ঘুম প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সাধারণ ভোটাররা প্রত্যাশা করছেন, গেল ধাপগুলোতে যে ধরনের নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে তা থেকে যেন মেঘনার আট ইউনিয়ন মুক্ত থাকে। নির্বাচন কমিশন এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন এমন প্রত্যাশা সব প্রার্থীদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন