গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ বেসিনে মসুর-মুগ ডাল-আমন শষ্য বিন্যাসের আধুনিক প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার টুঙ্গিপাড়া কৃষি সম্প্রসারণ অডিটোরিয়মে কৃষি গবেষণা ফাউন্ডেশন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ডাল গবেষণা উপ-কেন্দ্র, গোপালগঞ্জ বেসিনে ফসল উৎপাদনের উন্নত প্রযুক্তির পাইলট প্রকল্পের অর্থায়নে টুঙ্গিপাড়া কৃষি সম্প্রসারণের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ হোসেন। টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. এইচএম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে গাজীপুর ডাল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আশরাফ হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন। প্রশিক্ষণে টুঙ্গিপাড়া উপজেলার অন্তত ৩শ’ কৃষক অংশ গ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন