নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে
নীলফামারীর সৈয়দপুরের ৫টি ইউনিয়নে ষষ্ঠ ধাপের নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা ছুটছেন এপাড়া থেকে ওইপাড়া। করছেন খুলি বৈঠক আর পথসভা। ইতোমধ্যে গঠন করা হয়েছে কর্মীবাহিনী। ফলে সমর্থক-কর্মীরা আচরণবিধি লঙ্ঘন করায় প্রায় ছোটখাট মারপিট ও তর্ক-বিতর্ক হচ্ছে। ফলে ভোটের পরিবেশ নিয়ে ভোটারদের শঙ্কা বাড়ছে। চায়ের দোকানের আড্ডাখানায় শুরু হয়েছে প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা। এরমধ্যে দল মনোনীত প্রার্থীদের নিয়ে চলছে তুমুল আলোচনা। চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের ৫ জন, বিএনপির ৫ জন, জাতীয় পার্টির ৩ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন ও জাকের পার্টির ১ জন। বাদ বাকি ১৬ জন স্বতন্ত্র প্রার্থী। সদস্য পদে মোট প্রার্থী হয়েছেন ৩২৭ জন। এরমধ্যে সাধারণ সদস্য পদে ২৪৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৮ জন। উপজেলার কামারপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেনÑবর্তমান চেয়ারম্যান জিকো আহমেদ (আ.লীগ), এমদাদুল হক (জাপা), রেজাউল করিম (বিএনপি), নূর আলম ভরসা (স্বতন্ত্র), মমিনুর রহমান মমিন (স্বতন্ত্র), শফিকুল ইসলাম (স্বতন্ত্র) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে ফয়েজ আহমেদ (স্বতন্ত্র) ও আনোয়ার সরকার (স্বতন্ত্র)। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৮১৯ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৯২২ ও নারী ভোটার ৮ হাজার ৮৯৭ জন। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এনামুল হক চৌধুরী (আ.লীগ), কামরুন নাহার ইরা (ওয়ার্কার্স পার্র্টি), আনিছুল হক (বিএনপি), নানছু চৌধুরী (জাকের পার্টি), আজহারুল ইসলাম ভুতুলু (স্বতন্ত্র) ও সামসুল ইসলাম (স্বতন্ত্র), কাজী জিয়াউর রহমান (স্বতন্ত্র), তাজুল ইসলাম (স্বতন্ত্র) প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ২৫৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬৮২ ও নারী ভোটার ১০ হাজার ৫৭৩ জন। উপজেলার বাঙ্গালিপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ডা. শাহজাদা সরকার (আ.লীগ), সাইদুল হক বাবলু (বিএনপি), কামাল আহমেদ (জাপা) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রাণোবেশ বাগচি (স্বতন্ত্র) প্রার্থী হয়েছেন। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৬৯৯ ও নারী ভোটার ৬ হাজার ৮৯৫ জন। উপজেলার ৪নং বোতলাগাড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ছাইদুর সরকার (স্বতন্ত্র), মোন্নাফ আলী (স্বতন্ত্র), হাসিবুল চৌধুরী (স্বতন্ত্র), রফিকুল ইসলাম (বিএনপি), হেলাল চৌধুরী (আ.লীগ) প্রার্থী হিসাবে লড়ছেন। এই ইউনিয়নে ভোটার সবচেয়ে বেশি। এখানে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৪৪ জন।। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ১৫৭ ও নারী ভোটার ১২ হাজার ৮৩৭ জন। উপজেলার খাতামধুপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জুয়েল চৌধুরী (স্বতন্ত্র), মাসুদ রানা পাইলট (আ’লীগ) ও লুৎফর রহমান চৌধুরী (বিএনপি), মাহবুবার রহমান (স্বতন্ত্র) প্রার্থী হয়েছেন। ইউনিয়নে মোট ভোটার সংখ্য ১৪ হাজার ৮১৮ জন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৭২ ও নারী ভোটার ৭ হাজার ৭৪৬ জন। স্বতন্ত্র পরিচয়ে প্রার্থী হলেও অধিকাংশ প্রার্থী আওয়ামী লীগ, বিএনপি ও জাপার দলীয় নেতা। এসব প্রার্থী দলীয় প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছেন ইউনিয়নবাসী। নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৯ মে। বাঙ্গালিপুর, খাতামধুপুর ও কামারপুকুর ইউনিয়নের নির্বাচনের জন্য উপজেলা নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসার ও কাশিরাম বেলপুকুর ও বোতলাগাড়ি ইউনিয়নের নির্বাচনের জন্য উপজেলা শিক্ষা অফিসার আহসান হাবিব রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন