সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

দর বাড়ার শীর্ষে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ৬:৩০ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (১০ মার্চ) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৭২ বারে ৯ লাখ ১৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে নর্দার্ন ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৭০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩১৯ বারে ৩ লাখ ৮৩ হাজার ৪৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৩ লাখ ৮৩ হাজার টাকা।

মুন্নু সিরামিকস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ২৫ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৫৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪১৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪ হাজার ৭০১ বারে ৬ লাখ ৫৭ হাজার ৮৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বৃটিশ আমেরিকান টোব্যাকো, সিঙ্গার বিডি, প্রভাতি ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিডি ফিন্যান্স, গ্লোবাল ইন্স্যুরেন্স ও রেকিট বেনকিজার।#

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন