রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

দর পতনের শীর্ষে ডাচ-বাংলা ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ৬:৩৪ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (১০ মার্চ) টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ২৭ শতাংশ বা ১৬ টাকা ৫০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১৮৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৩৬২ বারে ১০ লাখ ৬ হাজার ৬৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ বা ৫০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭৭ বারে ২ লাখ ৭ হাজার ৫৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ ৩৭ হাজার টাকা।

লংকাবাংলা ফিন্যান্স তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৫ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৯৬৪ বারে ২২ লাখ ৮৮ হাজার ৮১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৩ লাখ ৭২ হাজার টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- শ্যামপুর সুগার মিলস, ইস্টার্ন কেবলস, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, স্যাফকো স্পিনিং, এশিয়া ইন্স্যুরেন্স ও এমএল ডায়িং।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন