৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী মেলার আয়োজন করেন ভৈরব উপজেলা প্রশাসন।
“বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি” এ প্রতিপাদ্যে গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা চত্ত্বরে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: আনিসুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহরিয়ার মেনজিস, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক সত্যজিৎ দাস ধ্রুব প্রমুখ। মেলায় স্থান পাওয়া ১২টি স্টলে ভৈরবের বিভিন্ন স্কুল ও কলেজের ক্ষুদে প্রযুক্তিবিদরা শিক্ষার্থীরা নতুন নতুন প্রযুক্তি ও বিজ্ঞানের ব্যবহার বিষয়ে প্রদর্শনী করেন। আজ মঙ্গলবার বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার এ আয়োজন শেষ হবে বলে জানান আয়োজকরা ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন