ডাকসু নির্বাচনে যা হলো তা গোটা নির্বাচনী ব্যবস্থাকে ফের কলঙ্কিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ২৮ বছর পর শিক্ষার্থীরা অপেক্ষায় ছিলেন, তাদের মতের প্রকাশ ঘটাতে। কিন্তু নির্লজ্জভাবে অন্যান্য নির্বাচনের মতো এখানেও জালিয়াতি করা হলো। কলঙ্কিত করল ডাকসুকে। সরকার যে নির্বাচনী সংস্কৃতি চালু করেছে, তা রুখে দিতে না পারলে এভাবেই জাতীয় নির্বাচনের মতো সকল নির্বাচনের মাজা ভেঙে দিয়ে দেশে একদলীয় শাসন কায়েম হবে। ডাকসু নির্বাচনের ঘটনা গোটা জাতির জন্য লজ্জার বিষয়। মহাসচিব এ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন