ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে (১৩ মার্চ) সাতক্ষীরার বিনেরপোতার ত্রিশ মাইলের পি,টি,আর,সি’র হলরুমে অনুষ্ঠিত সভায় সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের উপস্থাপনায় এবং সফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্টারনেট ব্যবহারের ফলে আমরা যেমন সুবিধা ভোগ করছি, তেমন অসুবিধার মধ্যেও পড়ছি। বিশেষ করে ইন্টারনেট অপব্যবহার করে শিশুদের মধ্যে অশ্লীলতা ছড়ানো, তাদেরকে ট্যাপে ফেলে বিভিন্ন ধরণের নির্যাতন করা হচ্ছে। অনলাইনে উপহার, টাকা, চকোলেট ইত্যাদি প্রলোভন দেখিয়ে, ফোন বা সামাজিক গণমাধ্যমে যৌন বিষয় নিয়ে কথা বলে, ছবি শেয়ার করে এমনকি ইন্টার নেটে পর্ণ ছবি ছড়িয়ে দিয়ে শিশুদের বিপথগামী করা হচ্ছে। এটি এখন মারাত্মক আকার ধারণ করেছে।
বক্তারা বলেন, আইনের কঠোর প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধি করে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশুদের ইন্টারনেট ব্যবহারে পরিবার থেকেই তাদের সতর্ক করে দিতে হবে। খেয়াল রাখতে হবে সন্তানের প্রতি।
অগ্রগতি সংস্থার আয়োজনে ও টেরেডেস হোমস নেদারল্যান্ডের সহযোগিতায় অনুষ্ঠানে আরো জানানো হয়, ২০১৯ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাসে দেশে ১১২ টি ধর্ষনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১ টি গণধর্ষন হয়েছে। পাঁচজন প্রতিবন্ধি ধর্ষনের শিকার হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন