শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টেকনাফে গুলিতে রোহিঙ্গা নিহত

টেকনাফ উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

 

টেকনাফ উপজেলার হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সন্ত্রাসীদের গোলাগুলিতে মোহাম্মদ হোছন প্রকাশ পুলাইয়া নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। সে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ বøকের বাসিন্দা আজিম উল্লাহর ছেলে।
গতকাল রাত ১১টার দিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। এঘটনায় পুরো ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আইসি মো. কবির হোসেন জানান, রোহিঙ্গা স্বশস্ত্র গ্রæপের হামলায় এক রোহিঙ্গা নিহত ও গুলিবিদ্ধ অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।

রোহিঙ্গাদের সাথে কথা বলে জানা যায়, নিহত ডাকাত নুরুল আলমের অনুসারী সাদেক, সেলিম, রফিক, নুর ছালাম ও জকিরের নের্তৃত্বে একদল স্বশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গ্রæপ মোহাম্মদ হোছন ও মো. ইলিয়াছকে লক্ষ করে গুলি চালায়। হঠাৎ করে গুলির শব্দে সাধারণ রোহিঙ্গারা আতঙ্কিত হয়ে কেউ বাড়ি থেকে বের হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন