শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গাজী মোমিন উদ্দিনকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্কুল শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল ৯টায় স্কুলের সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের উপর এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিশু সাংবাদিক জি এম নাজমুস সাকিবের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্কুল স্টুডন্ট কেবিনেটের সভাপতি তাহমিদ হাসান সংগ্রাম, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, পারভেজ ইমাম প্রমুখ। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আমরা একটি কঠিন দুঃসময় অতিক্রম করছি। আমাদের চেয়ে দেখতে হচ্ছে আমাদের শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে। কোন বিচার পাচ্ছি না। তিন দিন হলেও এখনও পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হয়নি। শিক্ষকের পরিবারের দেয়া মামলাটি প্রশাসন এখনও পর্যন্ত আমলে নেয়নি। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে, শিক্ষকের স্ত্রী শামিমা পারভীন লিপি বলেন, গত সোমবার শপথ নিয়ে এসেই সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম আজিজুর রহমান রাজুর লোকজন তার স্বামীর উপর হামলা চালায়। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে তালা থানার ওসি ছগির মিয়া বলেন, এখনও পর্যন্ত মামলা হয়নি। তবে এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন