বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা
বগুড়ার গাবতলী কাগইলের দাসকান্দি গ্রামে জমিজমা বিরোধের জের ধরে দিনমজুর বাবু মিয়ার বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দাসকান্দি নয়াপাড়া গ্রামে। মামলা সূত্র জানা যায়, উপজেলার কাগইলের দাসকান্দি গ্রামের মৃত ওসমান আলীর পুত্র দিনমজুর বাবু মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের পুত্র শহিদুল ইসলামের সঙ্গে জমিজমার বিরোধ চলে আসছিল। এ ঘটনার পর দিনমজুর বাবু তার পিতা ওসমান আলীর ৫৮৩৮নং রেজিঃ কোবলা দলিল মূলে জাহেদুর রহমানের নিকট থেকে সাবেক ৩৪০৭নং দাগের ২ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছিল। এরপর অসহায় বাবু মৃত পিতা ওসমান আলীর জমি নিজ দখলে রাখার জন্য বাদী হয়ে বগুড়া জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত বাদী বাবু মিয়ার পক্ষে রায় প্রদান করেন। এরপর প্রতিপক্ষ সাইদুল ইসলাম (শহিদুল) বাদী হয়ে দিনমজুর বাবু, তার স্ত্রী ও সন্তানকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। আদালত শুনানিন্তে বিবাদী বাবু মিয়া ও তার লোকজনকে খালাস করে দেন। বাবু পরপর ২টি মামলায় রায় পাওয়ায় বিবাদী পক্ষ শহিদুল ইসলাম ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে গত ২৭ এপ্রিল রাত ৮টায় দিনমজুর বাবুর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তারা বাবুকে এলোপাতাড়িভাবে মারপিট করে আহত করে ও তার দখলীয় থাকা টিনশেট ঘর ও আসবাপত্রে অগ্নিসংযোগ করে। এতে প্রায় ৯০ হাজার টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। এ ঘটনায় বাবু গত ৩মে বাদী হয়ে শহিদুল ইসলামকে প্রধান আসামী করে মিলন, জাহেদুল, ইয়াছিনসহ আরো অজ্ঞাতনামা জ্জ জন নাম উল্লেখপূর্বক জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত (১) মামলা দায়ের করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন