শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আড়াইহাজারে সংঘর্ষের ঘটনায় দুই মামলা আসামি শতাধিক

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা গ্রামে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার ২ চেয়ারম্যান প্রার্থীসহ শতাধিক ব্যাক্তিকে আসামী করে মঙ্গলবার রাতে পাল্টা-পাল্টি মামলা দায়ের করা হয়েছে। আড়াইহাজার থানার এসআই (উপরিদর্শক) হাবিব জানান, গত মঙ্গলবার সকালে খাগকান্দা ইউনিয়নের আ.লীগের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম নুরু ও তার প্রতিপক্ষ আ.লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম মোল্লার সমর্থকদের মধ্যে ২ দফায় সংঘর্ষ ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫ জন আহত হয়। আহতদের মধ্যে নুরু গ্রুপের সোহাগ (৩২) সিরাজ গ্রুপের হাবিবুর রহমান মোল্লা (৪৫) ও ইলিয়াছ (৪৫) সহ মোট ৫ জন আহত হয়। এ ব্যাপারে  আ.লীগ প্রার্থী শহিদুল ইসলাম বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লাসহ ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে এবং বিদ্রোহী প্রার্থীর ভাই হাবিবুর রহমান মোল্লা আ.লীগের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম নুরুসহ ৮ জনের নাম দিয়ে অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামী করে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।
বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ
আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের বিএনপি প্রার্থী খাজা মাঈনুদ্দিনের পক্ষে কেন্দ্রীয় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ দলীয় নেতাকর্মীরা গত মঙ্গলবার সন্ধ্যায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি ও বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আ. সালাম, যুবদলের সহসভাপতি আ. বারী ড্যানী, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহআলম মুকুল প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন