মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা
মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দি গ্রামে গত মঙ্গলবার সকালে ২ মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে হোসেন্দি গ্রামের শহীদ জামাল (৪০) গুলিবিদ্ধ হন। সংঘর্ষস্থলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ইটালির তৈরি পিস্তল, ২টি শর্টগান, ১টি পাইপ গান, ১৮টি রামদা ৩ রাউন্ড পিস্তলের ও ১৮টি শর্টগানের গুলি উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ। মুন্সীগঞ্জ পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বিকালে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, নির্বাচনী পোস্টার টানানোকে কেন্দ্র করে হোসেন্দি ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী তোতা মিয়া (মোরগ প্রতীক) এবং অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হাই (ফুটবল প্রতীক)-এর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। উভয়পক্ষ এসময় দেশি ও বিদেশি অস্ত্র ব্যবহার করে। পুলিশ সুপার আরো বলেন, ৫ম ধাপের নির্বাচনে ভোটাররা যাতে ভয়হীনভাবে নির্বিঘেœ ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে পুলিশের অভিযান চলছে। আগামীতে তা আরো বাড়ানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন