মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে এক বছরের বেশি সময় আত্মগোপনে থাকার পর আব্দুর রশিদ হত্যা মামলার প্রধান আসামি ছানোয়ার হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের বহুরিয়া রোডের মমিরখান মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ছানোয়ার উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামে মৃত জয়নাল সিকদারের ছেলে। জানা যায়, ২০১৫ সালের ১৯ এপ্রিল বিকালে পূর্ব শত্রুতার জের ধরে বহুরিয়া গ্রামের বাসিন্দা জয়নাল সিকদারের ছেলে ছানোয়ার হোসেন তার ভাই আব্দুস সামাদসহ ২৫/৩০ জন মিলে লাঠিসোঁটা নিয়ে একই ইউনিয়নের বুদিরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের (৬০) বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের লাঠির আঘাতে ঘটনাস্থলেই আব্দুর রশিদ মারা যায়। এ ঘটনায় ছানোয়ারকে প্রধান আসামি করে আব্দুর রশিদের ছেলে আব্দুল আজিজ বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি ছানোয়ার আত্মগোপনে ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন