নাটোরের বড়াইগ্রামে চলনবিলের প্রাণ বড়াল নদীর অবৈধ দখল উচ্ছেদ ও খননের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিশ^ নদী রক্ষা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বড়াইগ্রাম পৌর ভবনের সামনে মানববন্ধনকালে উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি খাদেমুল ইসলাম, বড়াইগ্রাম পৌরসভার প্যানেল মেয়র জালালউদ্দিন জোয়াদ্দার, পৌর যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবর, ওয়ার্ড কাউন্সিলর আবু হানিফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, চলনবিলের ভেতর দিয়ে বয়ে চলা এ বড়াল নদী পদ্মা ও যমুনার সংযোগ রক্ষা করেছে। অথচ বর্তমানে অবৈধ দখলদারদের দৌরাত্বে নদীটি মৃতপ্রায়। কোথাও কোথাও নদী দখল করে বহুতল ভবনসহ বাড়িঘর গড়ে তোলায় নদীর অস্তিত্ব বিলীনের পথে। তাই চলনবিলসহ বড়াল নদী বাঁচাতে অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদসহ নদী খননের দাবি জানান তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন