রাজধানীতে একটি বাসায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত তিনটার দিকে মিরপুর-১৩ নম্বর সেকশনের শ্যামল পল্লী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
এরা হলেন, মো. হান্নান (৩৫), ও তার স্ত্রী আছিয়া বেগম (৩০) ও প্রতিবেশি উজ্জল (৩০)। এদের মধ্যে হান্নান গার্মেন্টস কারখানায় কাজ করতেন ও উজ্জল পেশায় সিএনজি চালক।
দগ্ধ হান্নান জানান, রাতে ফ্যান চালিয়ে ঘুমিয়েছিলেন তারা। শেষ রাতের দিকে শীত শীত অনুভব হওয়ায় ফ্যানের সুইচ বন্ধ করতে গেলে সেখান থেকে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। দ্রুতই আগুন ঘরে ছড়িয়ে পড়ে।
দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন আরেক প্রতিবেশি শামছুল আলম। তিনি জানান, হান্নান ও আছিয়া যে ঘরে থাকতেন সেটি সেমিপাকা। পাশের ঘরেই থাকতেন উজ্জল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন