রাজধানীর কদমতলী থেকে ৫ বছরের শিশু মিনা অপহরণের দেড় মাসের মাথায় গাজীপুর জেরার শ্রীপুর থানাধীন ভুতুলিয়া গ্রাম থেকে উদ্ধার করেছে কদমতলী থানা পুলিশ। ওয়ারী বিভাগের ডিসি ফরিদ উদ্দিন সংবাদ ব্রিফিং করে জানান, গত ২৮ জানুয়ারি কদমতলী থানার ডিপটি গলি থেকে মিনা নামে ৫ বছরের একটি শিশু অপহরণ করা হয়। এ বিষয় কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরী করে তার স্বজনেরা । পরে ১ মাস ২৩ দিন পর গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর জোনের এসি মফিজুর রহমানের নেতৃত্বে কদমতলী থানার ওসি তদন্ত সাজু মিয়া ও মামলার তদন্তকারী লালবুর রহমান সহ একটি টীম গাজীপুরের শ্রীপুর থানার ভুতুলীয়া গ্রাম থেকে উদ্ধার করে। এ সময় দোলা নামের এক অপহরনকরীকে আটক করা হয়। তার স্বামীর নাম ঈব্রাহীম পিতা কানছু সেখ গ্রাম ঘাটাইল টাঙ্গাইল সদর। এ বিষয় কদমতলী থানায় অপহরনকারী আটক দোলাকে আসামী করে একটি অপহরন মামলা দায়ের করেছে পুলিশ মেয়ের মা পারভীনআক্তার জানান, গত ২৮ জানুয়ারী সকালে তার মেয়ে মিনা রাস্তায় খেলতে গেলে আর ফিরে না আসায় কদমতলী থানা পুলিশকে জানায় র্দীর্ঘ দিন মেয়েকে না পেয়ে তাকে পাওয়ার আসা ছিড়ে দিয়েছিলাম পরে পুলিশের প্রচেষ্টায় ১ মাস ২৩ দিন পর মেয়েকে পেয়ে তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন