শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ওসিকে প্রত্যাহারের দাবি - সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

প্রকাশের সময় : ২০ মে, ২০১৬, ১২:০০ এএম

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা
টেকনাফে পেশাগত দায়িত্ব পালনকালে গত ১৩ মে হামলার শিকার ৬ সাংবাদিকের কেড়ে নেওয়া মালামাল অবিলম্বে উদ্ধার ও হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার না হলে সাংবাদিকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। বক্তারা বলেন, হামলাকারী নুরুল হক ভূট্টো স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও তার বাহিনী এখনো ধরাছোঁয়ার বাইরে। সাংবাদিকদের লুট হওয়া মূল্যবান মালামাল এখনো উদ্ধার না হওয়ায় পুলিশের তৎপরতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। বক্তারা আরো বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অন্যায়, অত্যাচার, অনিয়মের খবর প্রকাশ করে জাতিকে জানান দেন। ইয়াবা একটি মরণ নেশা। এই ইয়াবা টেকনাফ থেকে সারা দেশে সরবরাহ করে জাতিকে ধ্বংস করা হচ্ছে। এই চক্রের অন্যতম নুরুল হক ভূট্টোসহ তার আত্মীয়-স্বজন ও বাহিনীর সদস্যরা ইয়াবার সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিভিন্ন সময় হুমকি ধমকি প্রদান করে আসছিল। এই নুরুল হক ভূট্টো, তার আতœীয়-স্বজন ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ইয়াবা পাচার, হত্যা, ডাকাতি, জমি দখল সহ বিভিন্ন অভিযোগে ডজন ডজন মামলা রয়েছে। বক্তারা নুরুল হক ভূট্টো সহ সকল ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সেই টেকনাফ বক্তারা অনতিবিলম্বে টেকনাফ থানার ওসি আবদুল মজিদে প্রত্যাহারের দাবি করেন বক্তারা। গতকাল বৃহস্পতিবার ১১টায় টেকনাফ সাংবাদিক ইউনিটির আয়োজনে টেকনাফ বাস স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা এ কথা বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন