শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ফুলবাড়ীতে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত তলিয়ে গেছে জমির পাকা ধান

প্রকাশের সময় : ২০ মে, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীতে গত দুইদিনের ভারী বর্ষণে প্লাবিত হয়ে গেছে নিম্নাঞ্চল। এতে তলিয়ে গেছে পাকা বোরো ধানের ক্ষেত। গত মঙ্গলবার ও বুধবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণে উপজেলার নিম্নাঞ্চলগুলো এখন প্লাবিত। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বোরো ধান ক্ষেত। পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছে এই এলাকার বোরো চাষীরা। গতকাল বৃহস্পতিবার উপজেলার শিবনগর, খয়েরবাড়ী, বেতদিঘী ইউনিয়ন ঘুরে দেখা গেছে, গত দুই দিনের ভারী বর্ষণে কৃষকের বোরো ধান কাটার শেষমুহূর্তে প্লাবিত হয়ে গেছে মাঠ। ভরে গেছে ফুলবাড়ী শাখা যমুনা নদীটিও। নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ায় ওই অঞ্চলের বোরো ধানক্ষেতগুলো এখন পানির নিচে তলিয়ে গেছে। অনেক এলাকায় বন্ধ হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। বোরো ক্ষেতের পাশাপাশি কাঁচা ঘরবাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে। একই সাথে ক্ষতি হয়েছে আম ও লিচুরও। আশপাশের বাজারগুলো এখন ঝড়েপড়া লিচুতে ভরে গেছে। অথচ আর কয়েকদিন গেলেই এই লিচুগুলো বাজারজাত করা যেত। উপজেলার বাসুদেবপুর গ্রামের ধানচাষি শহিদুল ইসলাম বলেন, কয়েকদিন থেকে বোরো ধান কাটার প্রস্তুতি চলছে। কিন্তু মজুরি সংকটের কারণে সময়মতো ধান কাটতে পারছি না। এরই মধ্যে গত দুইদিনে ভারী বর্ষণে তার পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। একই অবস্থা কামালপুর গ্রামের জব্বার মিয়ার। তিনি গত দুইদিন থেকে ধান কাটা শুরু করেছেন কিন্তু ভারী বর্ষণের কারণে ধান কাটা শেষ করতে পারেননি। গত দুদিনের বৃষ্টিতে তার ধানক্ষেতও তলিয়ে গেছে। একই অবস্থা উপজেলার শিবগনর, খয়েরবাড়ী, বেতদিঘী ও কাজিহাল ইউনিয়নের। এ অঞ্চলগুলো উপজেলার নি¤œাঞ্চল হওয়ায় ভারী বর্ষণে তা তলিয়ে যায়। এবারও প্রায় ৪টি ইউনিয়নে ৫শ একর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন