রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবর্জনার ঝুড়ি থেকে ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় ১৬ কেজি। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষদের ওয়াশরুমের আবর্জনা ফেলার ঝুড়ির ভিতর থেকে এগুলো উদ্ধার করা হয়। বারগুলো সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ৯টি প্যাকেটে পরিত্যক্ত অবস্থায় ছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল এ স্বর্ণগুলোর কথা জানতে পারে। পরে কাস্টমস হাউজের ব্যাগেজ কাউন্টারে এগুলো এনে বিভিন্ন সংস্হার উপস্হিতিতে স্কচটেপ খুলে তার ভিতরে ৪৮ টি স্বর্ণবার (১৫.৭৩৮ কেজি) পাওয়া যায়।
উদ্ধারকৃত বারগুলোর মূল্য প্রায় ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা। এ ব্যাপারে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন