রামগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৮ ভারতীয় যুবক-যুবতীকে আটক করার দুইদিন পর ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। গতকাল শনিবার দুপুর সাড়ে ১১টা সময় রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত ৮ যুবক-যুবতীকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
পতাকা বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৩ বিজিবির রামগড় বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো: জয়েন উদ্দীন এবং বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কাঠালছড়ির এমএল ইন্সপেক্টর রনওয়া।
হস্তান্তরকারীরা হলো রাহুল মগ (২৭), মনি (১৭), সামাপ্রু (১৯), অথৈ মগ (১৯), উচাং মগ (১৮), কনিকা মগ (১৮), আখ্যয় মগ (১৮), চিংভাই মগ (১৮)। আটককৃতরা সবাই ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন