রাজধানীর বনানীর এফআর টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের পাশাপাশি কাজ করছে বিমানবাহিনী, নৌবাহিনীর সদস্যরা। একটি হেলিকপ্টারকেও আগুন লাগা ভবনটির উপরে চক্কর কাটতে দেখা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হেলিকপ্টারটি উদ্ধার কাজে অংশ নেয়নি।
এদিকে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, তারা ১১ তলা থেকে কয়েকজনকে লাফ দিতে দেখেছেন। ওই ভবনের সামনের রাস্তায় রক্তও দেখা গেছে।
তবে লাফিয়ে পড়া ব্যক্তিদের ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন