বনানীতে এফ আর টাওয়ারের আগুন নেভাতে সেনা ও নৌবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীর হেলিকপ্টার উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। আইএসপিআরের পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ বলেন, বনানীর আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার কাজ করছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।’
তবে কোন ইউনিটের কতজন সদস্য আগুন নেভাতে কাজ করছেন তা তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।
এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ২১ তলা এফ আর টাওয়ারের নয় তলায় আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এনায়েতউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন