রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডে শ্রীলঙ্কান নাগরিক মারা গেছেন। নিহত ওই ব্যক্তির নাম নিরস। তিনি ঢাকা কুর্মিটোলা হাসপাতালে মারা যান। ঢাকা মেডিকেলে আবদুল্লাহ নামে একজন মারা গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ ছাড়া অন্যান্য হাসপাতালে আরও ৫ জনের লাশ পাওয়া গেছে বলে জানা গেছে।
এর আগে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছিলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।
ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে বিল্ডিংয়ের ওপর থেকে হেলিকপ্টারে বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। সেখানে তিনটি হেলিকপ্টার আগুন নেভানোর কাজ করছে।
এছাড়াও ল্যাডার ইউনিট (বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি) ও মোটরসাইকেল ইউনিটও উদ্ধারকাজে অংশগ্রহণ করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন