শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সম্পত্তির লোভে খুন ভগ্নিপতিসহ আটক ৩

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মধুপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্তির লোভে ভগ্নিপতি জুয়েল রানা (১৪) নামের এক শ্যালক স্কুলছাত্রকে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। নিহত জুয়েল রানা উপজেলার মহিষমারা নেদুর বাজার গ্রামের জনৈক হাসান আলীর একমাত্র ছেলে। সে তৃতীয় ও ছোট ভগ্নিপতি ওবায়দুলের সাথে ঢাকায় থেকে স্কুলের ৮ম শ্রেণিতে পড়াশুনা করত। ঢাকা থেকে বাড়িতে বেড়াতে এসে সে খুন হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে পুলিশ দুই ভগ্নিপতি ময়মনসিংহের ফুলবাড়িয়ার শিবরামপুর গ্রামের আজমত আলী, মধুপুর উপজেলার মহিষমারা শেরপুর এলাকার আজম আলী ও তাদের সহযোগী নজরুল ইসলামকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যে পুলিশ অভিযান চালিয়ে গভীর রাতে মধুপুর বনের বেরিবাইদ এলাকার গজারী বাগান থেকে জুয়েলের লাশ উদ্ধার করেছে। জুয়েল রানার কাকা মোজাফফর ও পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল হাকিম জানান, গত ১১ জানুয়ারি বিকেল ৪টার দিকে মোটরসাইকেল ড্রাইভিং শেখানার কথা বলে একই এলাকার মেঝো ভগ্নিপতি আজম আলী জুয়েলকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তখন সাথে ছিল আজম আলীর ভাগ্নে একই এলাকার একাব্বর আলীর ছেলে নজরুল ইসলাস। পরে জুয়েল আর বাড়ি ফিরেনি। এদিকে শ্যালক জুয়েলকে আজম বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছে বলে জানান। পরের দিন বাড়ি ফিরে না আসায় জুয়েলের চাচা মোজাফফর হোসেন মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। পুলিশ সেই ডায়েরির সূত্র ধরে শনিবার রাতে সন্দেহভাজন ওই তিনজনকে আটক করলে আসল রহস্য বের হয়ে আসে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্পত্তির লোভে পড়ে আটককৃতরা স্ত্রীর একমাত্র ভাইকে খুন করতে পারে। তবে তদন্ত সাপেক্ষে আসল সত্য বের হয়ে আসবে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় নিহত জুয়েলের বাবা হাসান আলীকে বাদী করে মামলা রুজু হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন