লাল তীর সীড লিমিটেডের নিজস্ব গবেষণায় উদ্ভাবিত উচ্চ ফলনশীল পেঁয়াজ বীজ চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। লাল তীর সীড লিমিটেড ভৈরব আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বুধবার বিকেলে উপজেলার চরফরাদি ইউনিয়নের চরফরাদি গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। চরফরাদী ইউপি চেয়ারম্যান মো.কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন জাতের এ পেঁয়াজের গুনাগুন সম্পর্কে স্থানীয় কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য দেন, লাল তীর সীড লিমিটেডের এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর ড.ফিরোজ শাহ শিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভৈরব অঞ্চলের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিউট কিশোরগঞ্জ জেলা শাখার সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মহিউদ্দিন, লাল তীর সীড লিমিটেডের মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার
কৃষিবিদ হারুন অর রশীদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন