এবার আগুন লেগেছে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।
আজ শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদস্যদের হাতে হাত মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সাধারণ মানুষ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, এখনো আগুনের লাগার কারণ জানা যায়নি।
এরআগে ২০১৭ সালের ২ জানুয়ারিতে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিলো।
মাত্র একদিন আগে বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় ২৫ জন নিহত হয়। আহত হয় ৭০জনের বেশি। ওই ঘটনায় নিহতদের স্বজনদের কান্না এখনও থামেনি। সেই কান্নার মধ্যেই গুলশানে আবার আগুন মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন