শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মনোনয়নপত্র জমাদানে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুরে জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়নপত্র জমাদানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তফসিলে ঘোষিত নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা না দিয়ে নির্ধারিত সময়ের একদিন পর একটি প্রভাবশালী মহল প্রধান শিক্ষককে মনোনয়নপত্র জমা নিতে বাধ্য করেছে। উপজেলার জয়পুর জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম নান্নু জানান, জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোয়নপত্র জমাদানের শেষ দিন ছিল গত বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ৫টি মনোনয়নপত্র জমা হয়। কিন্তু আমজাদ হোসেন নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা না দিয়ে প্রভাব খাটিয়ে এবং ভয় ভীতি প্রদর্শন করে গতকাল শুক্রবার সকালে ৬টি মনোনয়নপত্র জমা নিতে বাধ্য করেন। তবে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে তিনি জানান। আগামী ২২ মে মনোনয়নপত্র বাছাই এবং ২৪ মে প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ ৮ জুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন