মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে ইউপি নির্বাচনে গানে গানে চলছে প্রচারণা। বিভিন্ন প্রার্থী ও প্রতীকের পক্ষে নামিদামি শিল্পীদের দিয়ে তৈরি করা অডিও ক্যাসেটের মাধ্যমে এ প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণার এই নতুন কৌশলে নির্বাচনী এলাকার ভোটারও বেশ আনন্দ উপভোগ করছেন বলে জানা গেছে। জানা গেছে, এ উপজেলার মহেড়া, জামুর্কী, বানাইল, আনাইতারা, উয়ার্শী, গোড়াই এবং বাঁশতৈল এই ৮ ইউনিয়নের আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ ওয়ার্ড মিলে মোট ৪০৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব প্রার্থীর অধিকাংশই ভোটারদের মন জয় করার জন্য প্রচারণার এই নতুন কৌশল অবলম্বন করছেন। প্রতিদিন বেলা ২টা বাজার সঙ্গে সঙ্গে ওই ৮ ইউনিয়নের প্রত্যেক জনপদের বিভিন্ন প্রার্থী ও প্রতীক নিয়ে রচিত গানগুলো মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে। এই প্রচারণা চলছে রাত ৮টা পর্যন্ত। ইউপি নির্বাচনে নতুন এই প্রচারণার কৌশল নিয়ে গ্রামগঞ্জের চায়ের দোকানসহ চলছে পক্ষে বিপক্ষে আলোচনা। প্রচারণার নতুন কৌশলে অনেকেই অবাক হচ্ছেন বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন