শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অনিশ্চয়তায় সাগরিকার শিক্ষাজীবন

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা

চলতি বছরের এসএসসি পরীক্ষায় কালকিনি উপজেলার মিয়ারহাট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে সাগরিকা। কিন্তু দরিদ্রতার যাঁতাকলে পিষ্ট হয়ে অনিশ্চয়তায় পড়েছে তার সামনের পড়ালেখা। তাই মেধাবী ছাত্রী হয়েও অর্থাভাবে থেমে যাচ্ছে তার শিক্ষা গ্রহণের কার্যক্রম। স্কুলের শিক্ষক, গ্রামবাসী ও সাগরিকার পরিবার জানায়, উপজেলার শিকারমঙ্গল এলাকার মিরাকান্দি গ্রামের মেধাবী ছাত্রী সাগরিকার পিতা ওহাব মৃধা দীর্ঘদিন আগে মারা যায়। ৭ বোনের পরিবারে শুধুমাত্র বসতভিটা ছাড়া কোন জমিজমা না থাকায় অনাহারে-অর্থাহারে চলে তাদের জীবন। এত অভাব-অনাটনের মধ্যেও সাগরিকা নিজের প্রচেষ্টায় পড়ালেখা চালিয়ে যায় এবং জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে। কিন্তু সামনের পড়ালেখা এখন তার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। কেননা তার পরিবারের পক্ষে সাগরিকার শিক্ষা গ্রহণের অর্থ যোগার করা সম্ভব নয়। এ ব্যাপারে মেধাবী ছাত্রী সাগরিকা অশ্রুসজল চোখে বলেন, আমি শতকষ্ট শিকার করে পড়ালেখা চালিয়ে আসছিলাম। কিন্তু এখন একদিকে সংসারের এত অভাব আর অন্যদিকে পড়ার খরচ এটা কিভাবে চলবে জানি না। হয়তো টাকার অভাবে আমার পড়ালেখা বন্ধ হয়ে যেতে পাড়ে। আমার ইচ্ছা পড়ালেখা চালিয়ে যাওয়া জানি না এটা কিভাবে সম্ভব হবে। তবে আল্লাহর উপর ভরসা রাখছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন