নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমানের বড় ভাই মজিবুর রহমান হত্যাকা-ের সাথে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে ছোট তারাকান্দি গ্রামের সমেদ আলীর ছেলে হারুনকে সোহাগী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, গত ১৮ এপ্রিল সোহাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মজিবুর রহমানকে জাপা চেয়ারম্যান প্রার্থী কাদির আহম্মেদ ভুইয়ার লোকজন কুপিয়ে আহত করে। মজিবুর রহমান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩ মে মারা যান। ওই ঘটনায় নিহতের ভাই আবুল কালাম বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে হারুনকে গ্রেফতার করে শুক্রবার ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন