সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় টেকনাফের সেন্টমার্টিনদ্বীপ থেকে ২২ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে। তাদের মধ্যে ৩ শিশু, ১৩ নারী ও ৬জন পুরুষ। তারা উখিয়ার বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা শিবিরে থাকে। সবাই মিয়ানমারের নাগরিক। গতকাল শনিবার বিসিজিএস মনসুর আলী সেন্টমার্টিন দ্বীপের অদূরে ৮.৫ নটিক্যাল মাইল গভীর সমুদ্রে ট্রলার থেকে তাদেরকে উদ্ধার করে। কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার বিএন এম হামিদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তারা সমুদ্রপথে মিয়ানমারের দালালের মাধ্যমে মালয়েশিয়া যাবার চেষ্টা করছিলেন। তবে দালালদের ধরা যায়নি। উদ্ধারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন