মধ্যপ্রাচ্যে পাচারের উদ্দেশে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়ার সময় মা-মেয়েসহ চার রোহিঙ্গাকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পাচারকারী চক্রের সদস্য হিসেবে নগরীর রেয়াজউদ্দিন বাজারের একটি ট্রাভেল এজেন্সির একজন কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ত‚র্ণা নিশীথা ট্রেনে করে এই চারজনকে ঢাকায় পাঠানো হচ্ছিল। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে। উদ্ধার চারজন হলেন সুরিয়া বেগম (৩৫), তার মেয়ে সাহিদা আক্তার (১৭) ও শিশু উম্মে রুমা এবং এনামুল্ল্যাহ (১৬)। এসব রোহিঙ্গা নাগরিক মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুপালং এলাকায় ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভ‚ঁইয়া জানান, গ্রেফতার জেয়াবুল হাসান (২২) নগরীর রেয়াজউদ্দিন বাজারের কুতুব ট্রাভেলসের কর্মকর্তা। জেয়াবুল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চুরামণি গ্রামের মরহুম শামসুল আলমের ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন