বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গুলিবিদ্ধ অবস্থায় অপহৃত রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১১:৩৮ এএম | আপডেট : ১২:২৪ পিএম, ২ আগস্ট, ২০২১

উখিয়ার বালুখালী ক্যাম্প-৭ ও ৮ ইষ্টের সংযোগ খালের পাড় থেকে এক রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায়

উদ্ধার করেছে এপিবিএন সদস্যরা।

চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ কথিত আল-ইয়াকীন নেতার হাতে আবু সৈয়দ প্রকাশ আব্দুল্লাহ (৩৮) নামের ওই রোহিঙ্গা অপহৃত হয়েছিলেন। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রবিবার (১ আগষ্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৮ এপিবিএনের আওতাধীন ক্যাম্প-৭ ও ৮ ইষ্টের সংযোগ খালের পাড় থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে ।

তিনি বর্তমানে তুর্কি হাসপাতালে (রোহিঙ্গা ক্যাম্প ৯) চিকিৎসাধীন আছেন। তবে, ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি এপিবিএন।

উদ্ধার হওয়া রোহিঙ্গা আবু সৈয়দ প্রকাশ আব্দুল্লাহ ক্যাম্প-০৭ এর (ব্লক-ডি/৯) আলী আহামদের ছেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack Ali ২ আগস্ট, ২০২১, ১২:৩৪ পিএম says : 0
এই রোহিঙ্গারা নিজেদের মধ্য খুনখারাপি করে অথচ এরা যদি মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করত তাহলে ওরা মায়ানমারের থাকতে পারতো আল্লাহ এদের উপরে গজব দিয়েছে বলেই আজকে রোহিঙ্গাদের কে লাথি মেরে মায়ানমার থেকে বের করে দিয়েছে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন