উখিয়ার বালুখালী ক্যাম্প-৭ ও ৮ ইষ্টের সংযোগ খালের পাড় থেকে এক রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায়
উদ্ধার করেছে এপিবিএন সদস্যরা।
চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ কথিত আল-ইয়াকীন নেতার হাতে আবু সৈয়দ প্রকাশ আব্দুল্লাহ (৩৮) নামের ওই রোহিঙ্গা অপহৃত হয়েছিলেন। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রবিবার (১ আগষ্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৮ এপিবিএনের আওতাধীন ক্যাম্প-৭ ও ৮ ইষ্টের সংযোগ খালের পাড় থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে ।
তিনি বর্তমানে তুর্কি হাসপাতালে (রোহিঙ্গা ক্যাম্প ৯) চিকিৎসাধীন আছেন। তবে, ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি এপিবিএন।
উদ্ধার হওয়া রোহিঙ্গা আবু সৈয়দ প্রকাশ আব্দুল্লাহ ক্যাম্প-০৭ এর (ব্লক-ডি/৯) আলী আহামদের ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন