ঝিনাইদহ জেলা সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার মহিষাহাটি এলাকায় ট্রেন থেকে লাফিয়ে পালানোর সময় ফারুক হোসেন নামে এক কিশোর হাজতি আহত হয়েছে। ফারুক দিনাজপুর জেলার বিরল উপজেলার লক্ষিরহাট গ্রামের জসিম উদ্দীনের ছেলে। সে গত ৯ মে ১৫১ ধারায় পুলিশের হাতে আটক হয়। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, ফারুকের বয়স ১৬ বছর হওয়ায় তাকে আদালতের নির্দেশে দিনাজপুর থেকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে আনা হচ্ছিল। তিনি আরো জানান, গতকাল শুক্রবার ভোরে সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত ট্রেনে কিশোর হাজতি ফারুককে যশোরে আনার সময় সে লাফ দেয়। সকালে কালীগঞ্জের মহিশহাটী এলাকার লোকজন রেললাইনের পাশে অচেতন অবস্থায় মাজায় রশি বাঁধা ও হ্যান্ডকাপ দেয়া ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার পকেট থেকে দিনাজপুর জেলখানার একটি কার্ড (নং-৮২৬) পাওয়া গেছে। এ থেকে পুলিশ নিশ্চিত হয় সে হাজতি। কালীগঞ্জ উপজেলার বারবাজার হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই নজরুল ইসলাম জানান, মহিষাহাটি এলাকার রেললাইনের পাশ থেকে ফারুককে উদ্ধার করা হয়। তার মাজায় রশি বাঁধা এবং সাথে হ্যান্ডকাপ রয়েছে। তার পকেটে দিনাজপুর কারাগারের একটি কার্ড পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সে পালানোর জন্য ট্রেন থেকে লাফ দিয়েছিল। ফারুকের মাজা, হাত ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে বলে চিকিৎসকরা জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন