শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীর্ষ মাদক বিক্রেতা ভাগিনা সেলিমের তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার লাভরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোÑলাভরাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রাসেল (৩০), পাড়াগাঁও এলাকার কাজী জয়নাল আবেদীনের ছেলে ইমরান হোসেন (২২) ও মোস্তফা মিয়ার ছেলে রুবেল (২০)। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, লাভরাপাড়া এলাকার শীর্ষ মাদক মাদক ব্যবসায়ী ভাগিনা সেলিমসহ তার সহযোগিরা এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলো। ভাগিনা সেলিমসহ তার সহযোগীদের একাধিকবার গ্রেফতার করা হলেও জেল থেকে বের হয়ে এসে ফের মাদক বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার গভীর রাতে ২২০ ইয়াবা ট্যাবলেটসহ ভাগিনা সেলিমের সহযোগী রাসেল, ইমরান ও রুবেলকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এলাকাবাসী জানায়, লাভপাড়া, পাড়াগাঁও, ভায়েলা, ভুলতা, মাছিমপুর, ব্রাহ্মণগাঁও, মীর গদাই, ঠাকুরবাড়িরটেক এলাকাসহ আশপাশের এলাকায় ভাগিনা সেলিমের নেতৃত্বে ইয়াবা, ফেনসিডিল, বিয়ার, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। এতে করে এলাকার যুব সমাজ ধ্বংশের দিকে চলে যাচ্ছে। ভাগিনা সেলিমের ব্যবহৃত বেশ কয়েকটি মটরসাইকেল যোগে মাদক আনা নেয়া করা হয়ে থাকে। ভাগিনা সেলিম বিভিন্ন সময় তার এক আত্মীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বলে এলাকায় দাবড়িয়ে বেড়াচ্ছেন। তাই কেউ প্রতিবাদ করার সাহস টুকুও পাচ্ছেনা। এদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন