শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকের অবহেলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ৩:৫২ পিএম

রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজউক, ভবন মালিক, আবাসন ব্যবসায়ী সবার অবহেলা ছিল বলে দাবি করেছে পুলিশ। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে জমির মালিক এসএমএইচ আই ফারুক ও ভবনটির অবৈধভাবে নির্মিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে। অন্যদিকে ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ন গ্রুপের কর্ণধার লিয়াকত আলী খানকে গ্রেফতারেও অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

আজ রোববার দুপুরে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের প্রধান আবদুল বাতেন।

তিনি বলেন, ‘এফআর টাওয়ার ভবনটির নির্মাণ ত্রুটি, অনুমোদন ছাড়া সম্প্রসারণ, জরুরি নির্গমন পথের অভাব, পর্যাপ্ত স্মোক ডিটেক্টর এবং ফায়ার ফাইটিং ম্যাটেরিয়ালস ব্যবস্থা না থাকার কারণেই ভয়াবহ এই ঘটনা ঘটেছে।’

আব্দুল বাতেন বলেন, ‘ভবন মালিক ফারুক, অবৈধ অংশের মালিক তাসভির ও নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ন গ্রুপের মালিক লিয়াকত আলী খান মুকুল; এদের পারস্পারিক যোগসাজসে চরম অবহেলা ও উদাসীনতায় ভয়াবহ এই আগুনে বহু মানুষের প্রাণহানি ঘটেছে।’

তিনি বলেন, ‘এফআর টাওয়ারকে এই ব্যক্তিরা শুধুই অর্থ উপার্জনের কারখানা হিসেবে বিবেচনা করেছিল। নিরাপত্তা, মানবিকতা ও সেবার দিকটি উপেক্ষা করায় এই বিপুল ক্ষতি হয়েছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন