মাদারগঞ্জ (জামালপুর) উপজেলা সংবাদদাতা
দুই শিক্ষার্থী খুনের ঘটনায় মাদারগঞ্জ মডেল থানার পুলিশ গতকাল শুক্তবার মাফিজুল নামের এক ঘাতককে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর বাদী হয়ে ২শ’ জনকে আসামী করে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের পর পুলিশ মামলার ১০ নম্বর আসামী মাহফুজুলকে গ্রেফতার করে। উল্লেখ্য, জোড়খালী ইউনিয়নের কুকুরমারী গ্রামের বানিয়ারপাড়া রাস্তার পাশে একটি পাটক্ষেত থেকে পুলিশ মহর ও স্বপন নামে দুই চাচা ভাতিজার লাশ উদ্ধার করে। মহর (১৯) গুনেরবাড়ি মির্জা আজম ডিগ্রি কলেজের বিএম শাখার দ্বাদশ শ্রেণীর ছাত্র ও তার ভাতিজা স্বপন এবার সানাইবান্ধা মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে। তাদের বাড়ি উপজেলার গজারিয়া গ্রামে। নিহতের পরিবারের লোকজন জানান, গত রোববার গজারিয়া গ্রামের সালাম দফাদারের ছেলে মহর ও তার নাতি স্বপনকে কয়েক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিলো। গত বৃহস্পতিবার বিকেলে কুকুরমারী গ্রামের এক কৃষক পাটক্ষেতে সার ছিটাতে গেলে তাদের লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি রামপদ ম-ল জানান, নিহতের পরিবারের পক্ষ হতে গত ১৮ মে থানায় তাদের সন্তান নিখোঁজ রয়েছে এই মর্মে একটি সাধারণ ডাইরী করা হয়। এলাকার লোকজন পাঠক্ষেতে লাশ দুটি দেখে আমাদের সংবাদ দেয় পরে আমরা লাশ দুটি উদ্বার করে জামালপুর মর্গে প্রেরণ করেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন