বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মেধার বেশি বেশি চর্চা করার আহ্বান

বীরগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মেধার বেশি বেশি চর্চা করতে হবে। মুল কথা হলো, মেধাকে কাজে লাগিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে মানব জীবনে সফলতা অর্জন করতে হবে। আর সে দিকে লক্ষ্য রেখে আগামীর দিন শুরু করতে হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গত শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫৫ জন দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রী মাঝে ৪ লাখ টাকার এককালীন শিক্ষাবৃত্তি বিতরণ ও উপজেলা সমাজসেবার আয়োজনে ৪ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকার চেক বিতরণ আলোচনা সভায় প্রধান অতিথি এ সব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন