বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা
বানারীপাড়ায় পৈতৃক সম্পাত্তি থেকে বোনকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে আপন দুই ভাইয়ের বিরুদ্ধে। জানা গেছে, উপজেলার উত্তরকুল গ্রামের মৃত হামেদ সরদাররে দুই ছেলে মজিবর সরদার ও আজিজ সরদার ঢাকায় বসবাস করার সময় তার একমাত্র বোন কোহিনুর বেগম পৈতৃক সম্পত্তিতে একটি ঘর তুলে বসবাস করতে থাকে। পরে তার দুই ভাই একত্রিত হয়ে বোন কহিনুরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য বিভিন্ন অপকৌশল অবলম্বন করতে থাকে। এক পর্যায় নিঃসন্তান কহিনুর বেগম কোন উপায়ান্ত না পেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে কোন বিচার না পেয়ে বরিশালের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৫ সালের ১ ডিসেম্বর আজিজ সরদার, মজিবর সরদার, শিল্পি বেগম ও বিউটি বেগমকে আসামি করে একটি ফৌজদারী মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার বোনকে তার বাবার সম্পাত্তি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করার জন্য আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক তার বোনের তোলা ঘর ভেঙ্গে নিয়ে যায়। কহিনুর বলেন, ‘আমার পৈতৃক অধিকার আদায়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সু-বিচার প্রার্থনা করি।’ এদিকে কোহিনুর বেগমের বৃদ্ধা মা আছিয়া বেগম তার মেয়ের পক্ষে কথা বলায় তার স্বামীর পৈতৃক বাড়ি থেকে দুই ছেলে ও ছেলের বউয়েরা এক হয়ে তাড়িয়ে দেয় বলে এলাবাসী জানান। বর্তমানে বৃদ্ধা মা আছিয়া বেগম অন্যের ঘরে ঝিয়ের কাজ করে জীবনযাপন করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন