হিলি সংবাদদাতা : ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বাংলাদেশী ১৫ শিশুকে হিলি চেকপোস্ট দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। গতকাল রোববার সকাল ১১টায় সকল আনুষ্ঠানিকতা শেষে তাদের বাংলাদেশে ফেরত দেয়া হয়। এ সময় দু’দেশের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা, বিজিবি ও বিএসএফ উপস্থিত ছিলেন। হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানান, শিশুরা বিভিন্ন সময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়। ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট শিশু শোধনাগার শোভায়ন হোমে ২ থেকে ৪ বছর সাজাভোগের পর আনুষ্ঠানিক ভাবে তাদেরকে ফেরত দেয়। শিশুদের বয়স ৭ থেকে ১৪ বছরের মধ্যে। ফেরত আসা শিশুরা হলো- কুষ্টিয়া জেলার মহিদুল ইসলাম, মোহাম্মদ মানিক, জান্তু ইসলাম, আশরাফুল ইসলাম, কুড়িগ্রাম জেলার কার্ত্তিক কুমার, প্রসঞ্জিত রায়, গাইবান্ধা জেলার মমিন ইসলাম, সুনামগঞ্জ জেলার রাসেল মিয়া, যশোহর জেলার রানা শেখ, চুয়াডাঙ্গা জেলার জুলার রহমান, ঠাকুরগাঁ জেলার অভিনাশ রায়, বগুড়া জেলার সাইফুল ইসলাম ও ঢাকা জেলার রিয়াত হোসেন, ফয়সাল, স্বপন কুমার। ফেরত আসা শিশুদেরকে হিলি ইমিগ্রেশন পুলিশ তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন