রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ বাংলাদেশে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৯, ১২:১০ পিএম

সারা দেশে জি বাংলা, জি বাংলা সিনেমা, জি সিনেমা ও জি টিভিসহ এই নেটওয়ার্কের সব চ্যানেল বন্ধ রাখা হয়েছে।

ভারতীয় জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রয়েছে। গতকাল সোমবার তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনার চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান।

আজ সারা দেশে জি বাংলা, জি বাংলা সিনেমা, জি সিনেমা ও জি টিভিসহ এই নেটওয়ার্কের সব চ্যানেল বন্ধ দেখা যায়।

ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান 'জাদু ডিজিটালের' কাস্টমার সার্ভিস কর্মকর্তা শামীমা মিতু বলেন, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে জি নেটওয়ার্কের চ্যানেলগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

তবে তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে চ্যানেলগুলো বন্ধ করতে বলা হয়নি। ক্যাবল অপারেটরদের কাছে এসব চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন সম্প্রচার হচ্ছে কিনা তা জানাতে বলা হয়েছে। বিষয়টি সাতদিনের মধ্যে জানাতে ক্যাবল অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আবদুর রাজ্জাক জি নেটওয়ার্কের চ্যানেলের সম্প্রচার বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মো শামসুল হাজি ২ এপ্রিল, ২০১৯, ১২:৫৩ পিএম says : 0
একে বারে বনদ করা দরকার
Total Reply(0)
Magda ৮ এপ্রিল, ২০১৯, ১:৩৮ পিএম says : 0
It is perfect time to make some plans for the future and it is time to be happy.
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন