শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণঃ প্রধান আসামীর আত্মসমর্পণ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ৩:৫৯ পিএম

উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থীর ভোট করার জের ধরে প্রতিপক্ষের লোকজন কর্তৃক ছয় সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী আবুল কালাম প্রকাশ বেচু মাঝি (৩৫) আদালতে আত্মসমর্পণ করেছে। এ ঘটনায় ৬জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গ্রেপ্তারকৃত দুই আসামীর রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার দুপুরে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতের বিচারক নবনীতা গুহ আসামি আবুল বাসারের ৩দিন ও ইউসুফ মাঝির ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, আসামী ইউছুফ ও বাসারকে রিমান্ডে আনা হয়েছে। মামলার প্রধান আসামী আবুল কালাম বেচু মাঝি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত অপর তিন আসামী রুবেল, আরমান ও রায়হানকে বুধবার দুপুরে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ৩১ মার্চ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিকটিম ও তার স্বামী মোটরসাইকেল যোগে নিজেদের বাড়িতে যাচ্ছিলেন। পথে উত্তর বাগ্যা এলাকায় তালা প্রতীকের প্রার্থীর সমর্থক ইউসুফ মাঝির নেতৃত্বে ১০/১২জন তাদের গতিরোধ করে মারধর করে। এসময় বেচু মাঝি, বজলু ও আবুল বাসার ওই নারীর স্বামীকে আটকে রেখে তাঁকে পার্শ্ববর্তী রুহুল আমিনের মৎস্য খামারে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তার স্বামীর চিৎকারে এলাকার লোকজন ছুঁটে আসলে ধর্ষকরা পালিয়ে যায়। রাতেই ভিকটিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন