শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সড়ক ভেঙে কূপের সৃষ্টি যান চলাচল ঝুঁকিতে

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

আশরাফুল আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-হরিপুর উপজেলার কাঠালডাঙ্গীর প্রধান সড়কটি মেসার্স নূরজাহান ফিলিং স্টেশনের সামনে রাস্তার ওপর ব্রিজের উত্তরে পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় সামান্য বর্ষায় রাস্তার এক অংশ ভেঙে গেছে। যেকোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান জানান, প্রতিবারে বর্ষায় পানির ¯্রােতে সড়কটি ভেঙে যায়। এবারেও সামান্য পানিতে সড়কটির এক অংশ ভেঙে কূপের মতো হয়ে গেছে। এই প্রধান সড়কটির ওপর দিয়ে ২৪ ঘণ্টা ভারী যানবাহনসহ হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা প্রকৌশলীকে এ ব্যাপারে বারবার অবগত করা হলেও তিনি কোন কর্ণপাত করছেন না। এতে হাজার হাজার মানুষ ভোগান্তির স্বীকার হয়। ভুক্তভোগীরা জানিয়েছে, উপজেলা প্রকৌশলীর অবহেলায় রাস্তাটি হুমকির মুখে দাঁড়িয়েছে। রাস্তার দক্ষিণ পূর্বদিকে কেবি কলেজ, দক্ষিণে কাঠালডাঙ্গী নামক হাট, হাটের মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউপি কাউন্সিল, হাটের পূর্বে কাঠালডাঙ্গী দাখিল মাদ্রাসা, পশুহাসপাতাল, ভূমি অফিস রয়েছে। রাস্তাটি কাঠালডাঙ্গী হয়ে ভাতুরীয়া সীমান্ত এলাকা দিয়ে ভারত ঘেঁষে হরিপুর চলে গেছে। উপজেলার প্রধান সড়কটি দিয়ে ছাত্র-ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষক, অসংখ্য জনগণ এবং ভারী যানবাহনসহ সকল প্রকার যান চলাচল করে থাকে। বর্তমানে রাস্তাটি হুমকির মুখে। ভুক্তভোগীরা রাস্তার পার্শে বিকল্প ড্রেনেজ নির্মাণের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম জানান, বিষয়টি তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন