শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিএনপির চেয়ারম্যান প্রার্থীর বাড়িঘরে হামলা ভাঙচুর-লুটপাট মহিলাসহ আহত ৫০

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

জামালপুর জেলা সংবাদদাতা

জামালপুরের সরিষাবাড়ীতে শুক্রবার রাত ৮টায় ডোয়াইল বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোরশেদুল আলমের বাড়িসহ অন্তত ৫০টি বাড়িঘরে প্রতিপক্ষ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন রতনের লোকজন হামলা-ভাঙচুর করে ৩০ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এসময় তারা নববধূসহ অন্তত ৫০ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ ঘটনায় তাৎক্ষণিক জামালপুর পুলিশ সুপার সরিষাবাড়ী থানার ওসিসহ একডজন পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করান। জানা গেছে, গত শুক্রবার বিকেলে যখন সাতপোয়া ইউনিয়নে শতাধিক বিএনপি নেতা আ.লীগে যোগদান করছিল এ সুযোগে ওই সময় ডোয়াইল ইউনিয়ন আ.লীগের চেয়ারম্যান প্রার্থী নছির উদ্দিন রতন ভাড়াটিয়া গু-াবাহিনী দিয়ে প্রথমে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোরশেদুল আলমের বাড়ি ও পরে ওই গ্রামের পাশে গোবিন্দপুর বাজারের রশিদ, নুর ইসলাম, রেজাউল, ইদ্রিছ, নজরুল ইসলাম ও জয়নালসহ অন্তত ৩০টি বাড়ি ও ২০টি মনোহারি দোকানের টিভি ফ্রিজ ও নানা ধরনের মালামালসহ প্রায় ১৫ লাখ নগদ টাকা লুট করে নিয়ে যায়। এর কয়েক মিনিট পরে পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের ইমান আলীর বাড়িতে হামলা চালিয়ে তার মহিলাসহ অন্তত ৫০ জনকে কুপিয়ে আহত করে। আহতদের সরিষাবাড়ী হাসপাতালে নিতেও বাধা দেয় ওই সংঘবদ্ধ দল। খবর পেয়ে সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল হোসেন তাৎক্ষণিক ঘটনাস্থলে যান ও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনেন। বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোর্শেদুল আলম জানান, ডোয়াইল ইউনিয়নে এবার বিএনপির প্রার্থীর নিশ্চিত বিজয় দেখে আ.লীগের প্রার্থী নাছির উদ্দিন রতন গত কয়েকদিন যাবৎ আমার নেতা-কর্মীদের ওপর হামলা পোস্টার লাগাতে বাধাসহ নানা অত্যাচার নির্যাতন করে আসছে। এদিকে এ ঘটনায় আ.লীগের চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন রতনের সাথে বার বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রাত সাড়ে ৯টায় ঘটনাস্থলে সাংবাদিকরা গেলে এলাকাবাসী আ.লীগের চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন রতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ও তার মনোনয়ন বাতিলের দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন